বাণী চিরন্তন 
                                                   আল কুরআন
            পড় তোমার প্রতিপালকের নামে যিনি তোমায় সৃষ্টি করেছেন ।
            আমি জ্বিন ও ইনসানকে শুধু আমার ইবাদত করার জন্য  সৃষ্টি করেছেন ।
           
 যারা জানে আর যারা জানে না তারা সমান না  
।                                                         অবশ্যই আল্লাহ 
কোন জাতির    অবস্থার পরিবর্তন  করেন না যতক্ষন সে (জাতি) নিজেই তার অবস্থায়   পরিবর্তন সাধন করে
 যে বক্তি স্বীয় আত্মাকে কুপ্রবৃওি থেকে বিরত রেখেছে , নিশ্চয়ই বেহেশতই তার  উওম স্হান।
প্রত্যেক নর-নারী জ্ঞান অর্জন  করা ফরজ।